ময়মনসিংহ নান্দাইলে আগুনে পুড়ে ছাই হল ৭টি দোকান।

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৪

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

নান্দাইলে বিদ্যুতের শর্টসার্কিটের অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে।এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।ঘটনাটি ঘটেছে রবিবার (২৫ ফেব্রুয়ারি)ভোর রাত ৩ টার দিকে উপজেলার বেতাগৈর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শিবপুর বাজারে।স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার ১নং বীর বেতাগৈর ইউনিয়নের শিবপুর বাজারে বিদ্যুতের শর্টসার্কিটে উক্ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুন জ্বলতে দেখে আশে পাশের লোকজন দৌড়ে এসে ফায়ার সার্ভিসের খবর দেয়।এলাকার লোক জন ও ফায়ার সার্ভিসের টিম ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ততক্ষণে বাজারের ৭টি দোকান আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়।মনোহরি দোকানদার আব্দুস সালাম বলেন,প্রতিদিনের মত রাতের বেলা দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই।শেষ রাতের দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এতে আমার মনোহরি দোকান সহ ৬টি দোকান পুঁড়ে গেছে।সব দোকান মিলিয়ে ৫০ লাখ টাকার মত ক্ষয় ক্ষতি হয়েছে।দোকান মালিক মাসুদ আলী মড়ল বলেন- বিদ্যুতের শর্টসার্কিট অথবা মশার কয়েল থেকে আগুন ধরতে পারে।আমার তিনটি দোকান পুঁড়ে ছাই হয়ে গেছে আমার প্রায় ৩০ লাখ টাকা মত ক্ষয়ক্ষতি হয়েছে।নান্দাইল ফায়ার সিভিল সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম মুঠোফোনে বলেন,আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে গিয়ে অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হই।ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমান জানানো হবে। ঘটনা স্হল পরিদর্শন করতে আসেন উপজেলা নির্বাহী অফিসার দলীয় নেতাকর্মী ইউনিয়ান আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।