ভাঙ্গায় রেল লাইনের ফিসপ্লেট ও নাট বল্টু চুরি হওয়া মালামাল ১২ ঘন্টা মধ্যে উদ্ধার করলেন ভাঙ্গা থানার পুলিশঃ

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৪

মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা দিবাগত২৯ মার্চ শুক্রবার রাতে ভাঙ্গা-ঢাকা রেল লাইনের থেকে সলিলদিয়া ব্রীজের দক্ষিণ পার্শ্বের রেল লাইনের ১০টি ফিসপ্লেট ও ২০টি নাট বল্টু চুরির ঘটনা ঘটে।এবং রেল লাইনের মালামাল চুরি হওয়া এক পর্যায়ে রেল লাইনে চলাচল ঝুঁকি পূর্ণ হয়ে পড়ে।এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী রবিউল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আাসামী এ বিরুদ্ধে একটি ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন মামলা নং-৩৮,ধারা-৩৭৯ দঃ বিঃরুজুর করা হলে, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মামুনুর আল রশিদ এর নেতৃত্বে পরিদর্শক (নিঃ)সেকেন্ড অফিসার গোলাম মোন্তাছীর মারুফ, ও এসআই গোলাম কিবরিয়া পুলিশের একটি চৌকস দল টিম নিয়ে বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে মামলা রুজুর করা ১২ ঘন্টার মধ্যেই চুরি হওয়া রেলওয়ের সকল মালামাল সহ উদ্ধার করেন।এবং চোরদের ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা সহ চোর চক্রের তিন সদস্য কে আটক করেছে ভাঙ্গা থানার পুলিশ।

আটককৃত হলেন সরকার কান্দী গ্রামের মৃত্যু বতু মাতুব্বর,ছেলে সাইদুল ইসলাম(২৫), মদন খার কান্দী,গ্রামের ফরহাদ ফকির,ছেলে মোঃ ইকবাল হাসান(২০),ও ইউনুস সর্দার,ছেলে মিলন সর্দার(২০),চোর সদস্য উভয় সর্ব শিবচর উপজেলা এলাকার বাসিন্দা।আসামিদের এ বিরুদ্ধে ১৬৪ ধারায় মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়।