বগুড়ার ধুনট থানার এস আই আসাদুজ্জামান এর নেতৃত্বে ৩ জন মাদক কারবারি আটক
মোঃ মাসুদ ফারুক বাবলু বগুড়া বিশেষ প্রতিনিধি ঃ
বগুড়া জেলার ধুনট থানাধীন পশ্চিম ভরনশাহী গ্রামস্থ মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার সামনে থেকে ২৪/০৫/২০২২ইং তাং এ রাত্রী ১২,৩৫ ঘটি কার সময় ধুনট থানার এসআই মোঃ আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ১। মোঃ আমিনুল ইসলাম আমু(৩৬), পিতা-মৃত মংলা স্বর্ণকার, ২। মোঃ মোহন বাবু(৩৫), পিতা-মৃত ওসমান গনি স্বর্ণকার, উভয় গ্রাম-ধুনট সদর পাড়া, ৩। মোঃ রঞ্জু ওরফে বল্টু(৩৫), পিতা- মোঃ আব্দুর রহমান, গ্রাম- পশ্চিম ভরনশাহী, সর্ব থানা-ধুনট, জেলা- সকলকে ধুনট থানাধীন পশ্চিম ভরনশাহী গ্রামস্থ মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার সামনে হতে আটক করে। উপস্থিত সাক্ষীদের সামনে তাহাদের নিজ নিজ দেহ তল্লাশি করে ১নং আসামী মোঃ আমিনুল ইসলাম আমু নিকট হতে ১৫ গ্রাম হেরোইন, ২নং আসামী মোঃ মোহন বাবুর নিকট হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩নং আসামী মোঃ রঞ্জু ওরফে বল্টু নিকট হতে ১০ (দশ) গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করে ধৃত আসামীগণ ও উদ্ধারকৃত আলামত সহ ধুনট থানায় নিয়ে এসে এজাহার দায়ের করতে সক্ষম হন ।
*৮। আসামি/ অভিযুক্তের নাম ও ঠিকানা:* ১। মোঃ আমিনুল ইসলাম আমু(৩৬), পিতা-মৃত মংলা স্বর্ণকার, ২। মোঃ মোহন বাবু(৩৫), পিতা-মৃত ওসমান গনি স্বর্ণকার, উভয় গ্রাম-ধুনট সদর পাড়া, ৩। মোঃ রঞ্জু ওরফে বল্টু(৩৫), পিতা- মোঃ আব্দুর রহমান, গ্রাম- পশ্চিম ভরনশাহী, সর্ব থানা-ধুনট, জেলা-বগুড়া।
*১০। গৃহীত ব্যবস্থা (মামলা/জিডি):* ধুনট থানার মামলা নং-১৬, তারিখ-২৪-০৫-২০২২ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ৮(খ)/১০(ক) ধারা অনুযায়ী মামলা রুজু করে তাদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
Like this:
Like Loading...
Leave a Reply