শাজাহানপুরে অর্থের অভাবে বন্ধ হয়ে আছে মসজিদ নির্মাণের কাজ 

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৪

 

 

মিজানুর রহমান মিলন,

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

 

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড ফুলকোট গ্রামের পশ্চিমপাড়ায় (মাদারতোলা) অবস্থিত ফুলকোট পশ্চিমপাড়া বায়তুল ফালাহ্

জামে মসজিদ । মসজিদটি ১৯৮২ সালে নির্মিত । মসজিদে জমিদাতা মরহুম রবিয়া আকন্দ ০৬ শতক ও মরহুম অজিউদ্দীন প্রাং ০৩ শতক । বর্তমানে মসজিদটির ১৩ শতাংশ জায়গা আছে । মসজিদটি আশির দশকে নির্মিত হলেও আধুনিকতার কোন ছোয়া না লাগার কারণে এতদিন টিনের ঘরে মানুষ নামাজ আদায় করে আসিতেছিল । এভাবেই চলছে ৪২ বছর । এলাকার বেশির ভাগ লোক দারিদ্র সীমার নিচে বসবাস ও বিত্তবান কোন লোক না থাকায় মসজিদটি পুনঃনির্মাণ করা সম্ভব হয়নি ।ফুলকোট পশ্চিমপাড়া বায়তুল ফালাহ্ জামে

মসজিদের সভাপতি মোকছেদ আলী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, এবং কোষাধ্যক্ষ এমদাদুল হক জানান,বাৎসরিক জালসা সহ বিভিন্ন দানের মাধ্যমে মসজিদটির ৬ লক্ষ ৪০ হাজার টাকা তহবিল ছিলো সেই টাকা দিয়ে গত ফেব্রুয়ারী মাসের প্রথম দিকে মসজিদটির পুনঃ নির্মাণের কাজ শুরু করা হয় । যে টাকা তহবিল ছিলো সেই টাকা দিয়ে কেবল মসজিদটির কলম তোলার কাজ শেষ হয়েছে । আর বাদবাকি কাজ টাকার অভাবে সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না । তাই সকলের কাছে আকুল আবেদন আপনার আমার একটু সহযোগিতায় নির্মাণ কাজটা অনেক এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ । এভাবে একটি সুন্দর মসজিদ নির্মাণ হয়ে যাবে যা আপনি আমি এ দুনিয়া থেকে চলে যাবার পরেও মাথা উঁচু করে কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ । আর আখেরাতে নাজাতের জন্য ওছিলাও হতে পারে । মসজিদ কমিটির পক্ষ থেকেও বিওবান ও দ্বীনি ভাই বোনদের কাছ থেকে অনুদান সহযোগিতা কামনা করা হয়েছে । মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক এবং সাধ্যমত সহযোগিতা করার তৌফিক দান করুক, আমিন ।

সহযোগিতায়, বিকাশ ও নগদ -০১৭২৭৮৩৭১৯৭