তানোর উপজেলা পরিষদ নির্বাচনে ২ চেয়ারম্যান প্রার্থীসহ ৭ জনের মনোনয়ন পত্র দাখিল 

প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৪

সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:

আসন্ন তানোর উপজেলা পরিষদ নির্বাচনে ৭জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।উপজেলা চেয়ারম্যান পদে ২জন,ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২জন ও ভাইস চেয়ারম্যান(মহিলা)পদে ৩জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।সোমবার (১৫এপ্রিল) ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেন তারা।উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীযুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না এবং তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কামার গাঁ ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন মনোনয়ন পত্র দাখিল করেছেন।ভাইস চেয়ারম্যান(পুরুষ)পদে তানোর উপজেলাযুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তানোর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা এবং কলমা ইউপি সেচ্ছাসেবক লীগ সভাপতি তানভির রেজা মনোনয়ন পত্র দাখিল করেছেন।এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।তারা হলেন,তানোর উপজেলা পরিষদের বর্তমান নারী ভাইস চেয়ারম্যান ও তানোর উপজেলা মহিলা লীগ সভাপতি সোনিয়া সরদার, তানোর উপজেলা যুবমহিলা লীগ সাধারন সম্পাদীকা সাগরি ভৌমিক এবং সরনজাই ইউপির সংরক্ষিত মহিলা সদস্যা নাসিমা খাতুন।মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে তানোর উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান জানান,আগামী ৮ই মে তানোর উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।তিনি বলেন,১৭ এপ্রিল চাছাই বাছাই,২১ এপ্রিল প্রত্যার,২২ এপ্রিল প্রতিক বরাদ্ধ এবং ৮ই মে তানোর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।