মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ভাঙ্গা সার্কেল দক্ষ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হেলালউদ্দিন ভূইয়া বলেছেন,,
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। সবাই যাতে আনন্দ-উল্লাসের সঙ্গে খুশীর এই ঈদ উদযাপন করতে পারে। ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ। আমাদের পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব,পরিচিতজন অনেক’কেই করোনা কালীন সময়ে আমরা হারিয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে এবারের ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে হাট-বাজার, শপিংমলে ও হাইওয়ে এক্সপ্রেস মহাসড়কে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করছেন আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি টিম। পাশাপাশি সাদা পোশাকেও কাজ করছে বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যরা।
আসন্ন ঈদকে সামনে রেখে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে – যাতে করে হাইওয়ে মহাসড়কে ঘরমুখো মানুষের যাতায়াতে কোন ধরনের ঝামেলা তৈরি না হয়।পাশাপাশি বিভিন্ন হাটবাজারে এবং শপিংমলেও সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করছে এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধে দিন-রাত বলতে গেলে ২৪ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে । পরিস্থিতি আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।