রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার ঐতিহ্যবাহী বাউল সংগীত, আনন্দমেলা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর শুক্রবার হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী (রঃ) এর ২৯তম বার্ষিক ফাতেহা ও ওরশ উদযাপন উপলক্ষে দুইদিন ব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওরশ পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান মতিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাবা-ই জহির, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজির আহমেদ খাঁন রিয়াজ, সহ-সভাপতি মাহবুব হাসান ইমন, ওরশ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেক, মুড়াপাড়া ইউপি সদস্য তাওলাদ হোসেন, রেহেনা আক্তার, আওয়ামীলীগ নেতা মজিবর রহমান মজিদ, সুজন মিয়া, বাবুল মিয়া, যুবলীগ নেতা নুরুল হক ও সেলিম মিয়া প্রমুখ।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, বাউল গান বাংলার ঐতিহ্যবাহী লোকায়ত সংগীতের একটি অনন্য ধারা। মুড়াপাড়া ইউনিয়নে আয়োজিত এ বাউল সংগীত অনুষ্ঠানটি পূর্বে থেকেই অনেক জনপ্রিয় এবং বৃহত্তর অনুষ্ঠান হিসেবে পরিচিত। এসব অনুষ্ঠানের দ্বারাই বাংলার ঐতিহ্য বাউল সংগীতকে টিকিয়ে রাখতে হবে।
ওরশ পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান মতিন বলেন, প্রথমে ধন্যবাদ জানাই বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে। ওনার সার্বিক সহযোগিতায় আমরা হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী (রঃ) এর ২৯তম পবিত্র বার্ষিক ফাতেহা ও ওরশ পালন করেছি। দীর্ঘ ২৯ বছর যাবত সভ্যতার সাথে আমরা এ অনুষ্ঠান পালন করছি। তবে মুড়াপাড়া ইউনিয়নের কিছু কুচক্রী মহল এবার চেষ্টা করেছিল আমাদের এ ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি বন্ধ করতে। দেশের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা এখানে আসে বাউল সংগীত শুনতে। তাই আমাদের ওরশ পরিচালনা কমিটির পক্ষ থেকে বস্ত্র ও পাটমন্ত্রীর কাছে আবেদন আমাদের এ বাউল সংগীত অনুষ্ঠান এবং বাউল ঐতিহ্যকে চিরকাল টিকিয়ে রাখতে সাহায্য করার জন্য।
পরে মিলাদ ও দোয়া শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয় এবং সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বাউল সংগীত পরিবেশন করা হয়। বাউল সংগীত অনুষ্ঠানে বাউল সংগীদের যন্ত্র প্রদর্শনীসহ দেশের বিখ্যাত বাউল শিল্পী কাজল দেওয়ান, ক্বারী মোঃ বারেক বৈদেশী, লতিফ সরকার এবং শরিয়ত সরকার ও বাউল শিল্পী ভক্তরা অংশ নেয়। পরে বাউল সংগীত পরিবেশনার মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।