সোহেল রানা,কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের রাজারহাট সদর বাজারে একটি গ্লামার গার্ডেন শো-রুম উদ্বোধন করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে গ্লামার গার্ডেনের অ্যাম্বাসেডর হিসেবে শো-রুমটির উদ্বোধন করেন এই ‘ঢালিউড কুইন’।তার আগে অপু বিশ্বাসের আসার খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে জনতার ঢল নামে সদর বাজার এলাকায়। এ সময় চিত্রনায়িকাকে এক নজর দেখতে নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভিড় জমায়। ভিড় সামলাতে মোতায়েন করা হয় পুলিশ। পরে ফিতা ও কেক কেটে শো-রুমটির উদ্বোধন করেন অপু বিশ্বাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,গ্লামার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম জয়,পরিচালক হাফেজ মোঃ জহিরুল ইসলাম,গ্লামার গার্ডেন শো-রুমের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আশরাফুল ইসলাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুনুর মোঃ আক্তারুজ্জামান,রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার,কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য মোঃ এনামুল হক,প্রেসক্লাব রাজারহাটের এস এ বাবলু ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,চাকিরপশার ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম,সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহানুর আলম সোহেল ও সাবেক ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সুমন কুমার রায় প্রমুখ। উল্লেখ্য,সবশেষ গত ৩০ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘ঈশা খাঁ’। বাংলার বারো ভূঁইয়াদের নেতা ঈশা খাঁ এবং তার সময়ের ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন দয়াল রহমান। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তায়েব। তার বিপরীতে ছিলেন অপু বিশ্বাস।