নিজস্ব প্রতিবেদক ::
১৮/০৪/ ২০২৩ ইং তারিখে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. উজ্জল হোসেন মুরাদ এবং সহ নির্বাহী পরিচালক মনোয়ার হোসেন জনি স্বাক্ষরিত পত্রে সিলেট
সিলেট মহানগর শাখার কমিটি গঠন করা হয়। সিলেট মহানগর শাখার ৫১ বিশিষ্ট কমিটি গঠন মোঃ শাহনুর আলী’কে সভাপতি, ও মুছাদ্দিকুন নবী মুছাদ্দিক কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
মোঃ শাহনুর আলী কে সিলেট শাখার সভাপতি নির্বাচিত করায়, নির্বাহী পরিচালক মো. উজ্জল হোসেন মুরাদ, সহ নির্বাহী পরিচালক মনোয়ার হোসেন জনি, ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি
মো. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক
লোকমান মির্জা ও ফাউন্ডেশনের সকল সদস্য নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সিলেট শাখার দায়িত্ব আমাকে দেওয়ায় আমি এই দায়িত্ব পালনে সর্বক্ষণ নিয়োজিত থাকবো, ইনশাআল্লাহ।