বিশেষ প্রতিনিধিঃ-নিরেন দাস
জয়পুরহাটের আক্কেলপুরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামীকাল সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান।
সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আহসান কবির এপ্লব, প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ সাদেকুর রহমান সাদেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর আতিকুজ্জামান মুন,আক্কেলপুর থানার এসআই স্বপন কুমারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কমকর্তা ও স্থানীয় সুশিল সমাজের নেতৃবৃন্দ।