মোঃ রিপন শেখ ভাংগা ফরিদপুর প্রতিনিধি
জেলা কোর কমিটির সাথে ভাংগা উপজেলা জনপ্রতিনিধি ও বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধি সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত করা হয়,মোঃ কামরুল আহসান তালুকদার পিএ,মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রট, ফরিদপুর,নেতৃত্বে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর প্রতিটি উপজেলা যদি কেউই আইন-শৃঙ্খলা অবনতি এবং কোন এলাকা অশান্তি করা কেউ চেষ্টা করে, যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ভাবে আইন প্রয়োগ করা হবে।গণতান্ত্রিক দেশ কোন বাধা নেই তবে আন্দোলনের নামে যদি কেউই যানবাহনের জ্বালাও পোড়াও মানুষের ক্ষতি করার কেউই চেষ্টা করে তাকে প্রশাসন প্রতিহত করবে।
সোমবার ভাঙ্গা উপজেলার ডাক্তার কাজী আবু ইউসুফ স্টেডিয়াম আয়োজিত জেলা কমিটির সাথে ভাঙ্গা উপজেলা জনপ্রতিনিধি বীর মুক্তিযোদ্ধার নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী মসজিদের ইমাম বিভিন্ন ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান ও গণ্যমান্য সমাজের নানা শ্রেণী পেশার মানুষের সাথে এ মতবিনিময় সভা প্রধান অতিথি বক্তব্য এইসব কথা বললেন প্রধান অতিথিঃ মোঃ কামরুল আহসান তালুকদার পিএ,মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রট, ফরিদ পুর,।
এ সময় উপস্থিত সকলকে উদ্দেশ্য আরো বললেন সারা বাংলাদেশের মধ্যে ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলা একটি অন্যতম শহর পদ্মা সেতু কারণে এখন ভাঙ্গা অনেক উন্নতি অর্থ এখানে সম্পত্তি বেশ কয়েকটি অপ্রীতিক ঘটনা যা ভাঙ্গা বাসি ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে।যা ভাঙ্গা বাসি আধুনিক সভ্যতা এই যুগে এখনো ভাঙ্গা বাসী ঢাল ডোল পিটিয়ে ও মাইকিং করে রক্ত খনির সংঘর্ষে লিপ্ত হয় ও মাদকসহ চুরি ছিনতাই ডাকাতি খুনের মতো ঘটনা ঘটে। আমি জেলার পুলিশ সুপার র্র্র্যাব অধিনায়ক ও গোয়েন্দা সংস্থা বাহিনীকে আরো সচেতন হতে জরুরী আহ্বান করছি চরম সংকটে পড়ার ভাঙ্গা আইন শৃঙ্খলা কে আরো অতিদ্রুত উন্নতি করতে হবে।জাতীয় নির্বাচন খনির আসার একটি মহল আইন-শৃঙ্খলা নিয়ে চক্রান্তে লিপ্ত হচ্ছে জরুরি ভিত্তিতে চিরুনি অভিযান পরিচালনা করে প্রতিটি গ্রামে থেকে তল্লাশি করে দেশীয় অস্ত্র উদ্ধার করতে হবে।যার বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার হবে সেই পরিবারের সকলকেই প্রয়োজনে গ্রেফতার করে এলাকার শান্তি ফিরে আনতে হবে।
ভাঙ্গা উপজেলায় অফিস সহ বিভিন্ন এলাকায় পরিদর্শন করার পরে চা্ঁনপট্টি সমবায় সমিতির কার্যক্রম, ঘারুয়া ইউনিয়ন পরিষদ, ভাঙ্গা থানা, উপজেলা ভূমি অফিস ও সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন। এসময় শ্রদ্ধেয় বিভাগীয় কমিশনার স্যারের এপিএ তে উল্লিখিত ৮০০০ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা অর্জনে বৃক্ষরোপণ অভিযানের শুভ সূচনা করা হয়।
এ সময় উপস্থিত বিশেষ,অতিথিঃহিসেবে ছিলেন, জনাব মোঃ শাহজাহান, পিপিএম সেবা,পুলিশ সুপার,ফরিদপুর। জনাব মোহাম্মদ মজিবুর রহমান, যুগ্ম পরিচালক, জেলা এন,এস,আই,ফরিদপুর,
জনাব অমিত দেব নাথ,বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট, ফরিদপুর, জনাব লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার কোম্পানী অধিনায়ক, র্্যাব-১০,ফরিদ পুর। জনাব এস, এম হাবিবুর রহমান, চেয়ারম্যান উপজেলা পরিষদ ভাংগা ফরিদপুর, জনাব নাদিরা ইয়াসমিন, জেলা কমাড্যান্ট,জেলা আনসার ও ভিডিপি,ফরিদপুর, জনাব তালাত মাহমুদ শাহান শাহ্,অতিরিক্ত পুলিশ সুপার,,ভাংগা সার্কেল, জনাব মাহমুদুর,রহমান, সহকারি কমিশনার ভুমি, ভাংগা ফরিদপুর, জনাব মোঃ ইছাহাক মোল্লা, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ভাংগা, ফরিদপুর, জনাব পারুলী আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ভাংগা ফরিদপুর, জনাব মোঃ জিয়ারুল ইসলাম, অফিসার ইনচার্জ, ভাংগা থানা, ফরিদপুর প্রমুখ।