মোঃ আব্দুল সামাদ বিশ্বাস, স্টাফ রিপোর্টারঃ
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনের তফসীল আজ ১৮ অক্টোবর ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল সোয়া ১১ টায় খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী মোল্লা এ তফসীল ঘোষণা করেন।
ঘোষিত নির্বাচনী তফসীলে উল্লেখ করা হয়েছে, ২৬ অক্টোবর দুপুর ১২ টায় খুলনা জেলা আইনজীবী সমিতির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। একই দিনে প্রার্থীরা দুপুর সোয়া ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়ন পত্র জমা দানের শেষ তারিখ আগামী ১ নভেম্বর সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত।
২ নভেম্বর প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকা প্রকাশ করা হবে। ৩ নভেম্বর দুপুর ২ টায় প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে। ১০ নভেম্বর মনোনয়ন পত্র পত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। ২৭ নভেম্বর সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।