আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :-
নরসিংদীর ঐহিত্যবাহী বিদ্যাপীঠ ব্রাহ্মন্দী কে কে এম সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক এবং নরসিংদীর বহুল প্রচারিত সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোঃ ফজলুল হক ভূঁইয়া (হক স্যারের) ২০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জুন) বিকেলে সাপ্তাহিক আজকের চেতনা পরিবারের আয়োজনে অত্র পত্রিকার নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন ফজলুল হকের বড় ছেলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার প্রধান উপদেষ্টা এবং সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবিএম আজরাফ টিপু। এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আঃ বাছেদ ভূঁইয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নরসিংদী জেলার সভাপতি সাংবাদিক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সাংবাদিক আশিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মাইনুউদ্দিন সরকার, সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বাবুল মিয়া, সাংবাদিক বিজয় সাহা, সাংবাদিক রেজাউল করিম, সাংবাদিক শফিক, মরহুমের পরিবারের সদস্যবৃন্দ প্রমুখ।।
স্মরণ সভায় বক্তারা বলেন, মোঃ ফজলুল হক (হক স্যার) নরসিংদীর ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ব্রাহ্মন্দী সরকারি কে কে এম উচ্চ বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক ছিলেন। তিনি মানুষ গড়ার কারিগর হিসেবে অসংখ্য গুণী শিক্ষার্থী তৈরি করে গেছেন। তিনি শিক্ষকতার পাশাপাশি গল্প, প্রচ্ছদ ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করতে পছন্দ করতেন। তাই তিনি নরসিংদীতে সাপ্তাহিক আজকের চেতনা নামে পত্রিকা প্রতিষ্ঠা করেন এবং সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ করণের জন্য বিশেষ ভূমিকা পালন করে গেছেন। আলোচনা শেষে শিক্ষক ও সাংবাদিক মরহুম ফজলুল হক ভূঁইয়া সহ প্রায়াত সকল সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও মোনজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসাদুজ্জামান আসাদ।