সিলেট জেলা প্রতিনিধি ঃ
আজ ১৭ই নভেম্বর আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ৭৭ বছর পূর্তি উপলক্ষে সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে অনুষ্ঠিত দুই দিনব্যাপী আজিমুশশান ইজতেমায় সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট এসোসিয়েশন এর উদ্যোগে ইউনাইটেড ব্লাড এইড সিলেট এর সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয় ।
ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং প্রায় পাঁচশত জনের গ্রুপ নির্ণয় করে তাদের হাতে কার্ড তুলে দেওয়া হয় ।
এ সময় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং এ উপস্থিত ছিলেন সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জনাব সোহরাব আলী , ইউনাইটেড ব্লাড এইড সিলেট এর সাবেক সভাপতি মো ছালিম আহমদ খান , আহ্বায়ক তাহলীল হুসাইন নাহিদ , আহ্বায়ক মো আবিদুর রহমান ফরহাদ , সভাপতি শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াহিয়া , ফরিদ আহমেদ প্রমুখ ।