আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম সংস্থা গাইবান্ধা জেলা কমিটি গঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি মনোনীত হয়েছেন মোঃ মাসুম , সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ্ কামাল
গত ১০ ডিসেম্বর (শনিবার) নারায়ণগঞ্জ, সাইনবোর্ডের সংগঠনের প্রধান কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের ঢাকা উত্তর জেলা, দক্ষিণ জেলা, ঢাকা মহানগর ও সকল বিভিন্ন উপজেলার কমিটি গঠন ও পুনগঠন নিয়ে আলোচনা করা হয়। সভায় সর্ব সম্মতিক্রমে মাসুমকে সভাপতি ও মোহাম্মদ শাহ কামালকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
মাসুম ২০১৫ সাল থেকে দীর্ঘ ৭ বছর সুনামের সাথে সক্রিয়ভাবে গণমাধ্যমের সাথে জড়িত। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা ও মানবিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
অপর দিকে সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ্ কামাল বাংলাদেশ ইউনাইটেড প্রেসক্লাবের কেন্দ্রীয় সদস্য। তিনি দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতীয় সাংবাদিক সংস্থা ২০০৪ সালের ১২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি দীর্ঘ ১৮ বছর ধরে দেশব্যাপী সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।