সংযুক্ত আরব আমিরাতের পূর্ব উপকূলীয় অঞ্চল
মাসাফি নামক শহরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। ৮অক্টোবর ২০২২ শনিবার বাদ এশা প্রবাসী কমিউনিটির উদ্যোগে প্রিয় মুখ মোঃ মুক্তার মিয়ার সভাপতিত্বে আমিরাত সরকারের স্থাপনা মজলিস মাসাপি সভা কক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বাংলাদেশি কমিউনিটি ছাড়াও বিভিন্ন দেশের মুসলিম নারী,পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন।
মাহফিলে বক্তারা বলেন, ১২ রবিউল আউয়াল পৃথিবীর বুকে আল্লাহর রহমত হিসেবে আবির্ভূত হন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত ও সর্বোত্তম আদর্শের শিক্ষাদাতা হিসেবে আবির্ভূত হয়ে তাঁর সুন্দরতম আদর্শের মাধ্যমে পৃথিবীতে শান্তি-সৌহার্দ্য, সাম্য-মানবতা প্রতিষ্ঠা করেছেন।
মাহফিলে সভাপতির বক্তব্যে মুক্তার মিয়া, উপস্থিত সকলের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন সকল নবী প্রেমী সৈনিক রয়েছেন যাদের শ্রম সহ পৃষ্টপোষকতায় সহযোগিতায় সফলতা পেয়েছি। ভালো কাজের ভাল ফলাফল অপেক্ষা করছে। অপরদিকে মহান নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আগমনের খবরে আফসোস করেছে, দুঃখ করে কেঁদেছিল একজন আর তার উত্তরসুরী বংশ বিস্তার করছে বর্তমানে নানান ছোরতে বিদ্যমান যেমন: নামধারী মুসলমান আসলে, উগ্রবাদ-উশৃঙ্খল, প্রতারণা-মানবশত্রু, ফতোয়াবাজ-বেধাত, ধর্মান্ধতা-বিপথগামী সাম্প্রদায়িকতা-অশান্তি মুনাফাখোর-গুজব বেধাত- ষড়যন্ত্র ইত্যাদি তৈরি করে বিরোধীতার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, প্রকাশ্যে অপ্রকাশ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
আমাদের সতর্ক থাকতে হবে।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন উপলক্ষে সৃষ্টি জগত কূল কায়নাত আনন্দ উল্লাস করেছে। আমরা গর্বিত সেই নবীর উম্মত। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ আমাদের প্রজন্মকে পারিবারিক,সামাজিক ও ঘরোয়া শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে
চেষ্টা অব্যাহত রাখতে হবে।