মির্জাপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
পবিত্র রমজান মাস এবং ঈদ-উল-ফিতর ২০২৩ উপলক্ষে সামাজিক সেবামুলক সংগঠন Earn & live পাঁচগাও শাখার পক্ষ হতে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণের কার্যটি মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও গ্রামে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় সামাজিক সেবামুলক সংগঠন আর্ণ এন্ড লিভ এর পাঁচগাও শাখার পক্ষ হতে ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দেরকে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আর্ণ এন্ড লিভের অনুদানটি পাঁচগাও টিমকে দেয়া হলে টিমের সদস্যরা বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে গরিব ও অসহায়দেরকে খুঁজে বের করে।সেইসুবাদে আজ সকালে তাদের সকলকে একত্রিত করে পাঁচগাও এলাকায় ঈদ উপহার খাদ্য সামগ্রীগুলো বিতরণ করা হয়।
গরিব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন আর্ণ এন্ড লিভ পাঁচগাও টিমের আরিয়ান,ফরিদুল,সজিব,নাহিদ,ফয়সাল,শুভ,নাজমুল,আসিফ,নাঈম,সালমান,সুমন,আলমগীর,অমিত,আলামিন সহ আরও সদস্যবৃন্দ।
ঈদ উপহার খাদ্য সামগ্রী পেয়ে তারা বলেন, আর্ণ এন্ড লিভ পাঁচগাও টিম আমাদেরকে উপহার হিসেবে যে খাদ্য সামগ্রী দিলো তা পেয়ে আমরা সকলেই আনন্দিত।আগামী দিনগুলোতেও যেনো যেকোনো বিপদে সংগঠনটিকে পাশে পাই সেটাই আশা করছি।সেইসাথে এই সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি আপার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, আর্ণ এন্ড লিভ সংগঠনটি একটি সমাজ সেবামুলক ও গরিব অসহায় মানুষদের সহযোগিতার প্রতীক।এই সংগঠনটির পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি।এটি লন্ডন থেকে সারা বাংলাদেশে পরিচালিত হচ্ছে এমনকি এর কার্যক্রম কলকাতাতেও চলমান রয়েছে।ঈদ উপলক্ষে এই সংগঠনটি অসহায়দের পাশে দাঁড়াতে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করে চলছে।বিশেষ করে বলতে গেলে,এই সংগঠনটি প্রতিবন্ধী মানুষের আশ্রয়স্থল।সেইসুবাদে “প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতীক” এই স্লোগানটি নিয়ে বিভিন্ন সেবামুলক কার্যক্রমের মাধ্যমে এগিয়ে চলছে আর্ণ এন্ড লিভ।