কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি ঃ
দানশীল ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, শিল্পোদ্যোক্তা, সংগঠক,বিচারক, শিক্ষানুরাগীসহ বহুমূখী প্রতিভার অধিকারী ব্যক্তিত্ব আলহাজ্ব কেরামত আলী (সাবেক এম.এন.এ.) এর ৩ নভেম্বর (বৃহস্পতিবার) ৫৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মূত্যু বার্ষিকী উপলক্ষে ভানুগাছ কেরামত আলী জামে মসজিদে বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
জানাযায়, নিজের বুদ্ধিমত্তা ও কর্মনিষ্ঠাকে কাজে লাগিয়ে সুনাম-খ্যাতির শীর্ষে অবস্থান করছেন স্বমহিমায় আজও। আজও তাঁর মহৎ ব্যক্তিত্বের গল্প, বিভিন্ন স্মৃতিচিহ্ন বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারত, পাকিস্তান ও সৌদি আরবসহ বিশ্বের অনেক রাষ্ট্রে বিরাজমান।
এই ক্ষণজন্মা দানশীল ব্যাক্তিকে বাংলার মানুষ সারা জীবন স্মরণ রাখবে। যার অবদান অতুলনীয়। তিনি ছিলেন আমাদের কমলগঞ্জের গর্ব, অহংকার।