মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অপরাধে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।এমন সিদ্ধান্তই নিয়েছে উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (৮ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি লিখিত নোটিশের মাধ্যমে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।
গত শুক্রবার (৪ নভেম্বর) বিকালে পুলিশ পাহাড়ায় উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয় বলে দলের উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ জানিয়েছেন।
সদ্য বহিস্কৃত হওয়া সত্ত্বেও এই নেতাকে নিয়ে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের মাননীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করতেছেন।যা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আজ বুধবার (১৬ নভেম্বর) মির্জাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি।এখানেও তিনি সদ্য বহিষ্কৃত আওয়ামী লীগ নেতাকে নিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেছেন।যা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দে মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
একাধিক নেতৃবৃন্দের সাথে কথা বললে তারা বলেন,আমাদের এমপি মহোদয় একজন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এমপি।এখন, যেই আওয়ামী লীগ থেকে তিনি এমপি হয়েছেন, সেই আওয়ামী লীগ এক নেতাকে সদ্য বহিষ্কার করা সত্ত্বেও তাকে নিয়েই এমপি মহোদয় বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করছেন।এটা মোটেও তিনি ভালো কাজ করছেন না।এটা দলের জন্য খুবই নিন্দনীয় কাজ।
উল্লেখ্য,সিরাজুল ইসলামকে বহিষ্কার কার্যকর শুরু হয় মঙ্গলবার( ৮ নভেম্বর ২০২২ ইং ) হতে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ বলেন,আওয়ামীলীগ একটি বৃহৎ সংগঠন। এখানে অপরাধের কোন সুযোগ নেই। তাই সিরাজুল ইসলাম যে কাজটি করেছে তা সাংগঠনিক বহির্ভূত। তাই আমরা উপজেলা আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছি তাকে বহিষ্কার করার এবং তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত জানিয়ে কেন্দ্রীয় কমিটি ও জেলা আওয়ামী লীগ বরাবর চিঠি পাঠিয়ে সুপারিশ করেছি।
তিনি আরো বলেন,আমাদের এমপি মহোদয় একজন সদ্য বহিস্কৃত নেতাকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান এটা দলের জন্য ক্ষতিকর। এটা দলের ভাবমূর্তি নষ্ট করছে।এটা গঠনতন্ত্রের বহির্ভূত। এটা নিশ্চয়ই একটি নিন্দনীয় কাজ।