সিলেট জেলা প্রতিনিধিঃ
ইংল্যান্ডের কবেন্ট্রি সিটির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সিলেটের জনাব আব্দুল জব্বার সাহেব ।
গতকাল 27 অক্টোবর রাত ৭ঃ০০ ঘটিকার সময় উনার নিজ বাসাতে সম্মাননা করতে গেছেন সিলেট ইউনাইটেড ব্লাড এইড এর স্বেচ্ছাসেবীরা ।
ইউনাইটেড ব্লাড এইড মূলত একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন , যাদের মূল কাজ হল অসহায় গরীবদের পাশে থাকা ও ব্লাড ম্যানেজ করে দেওয়ার মত কাজগুলা ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , ইউনাইটেড ব্লাড এইড এর(প্রতিষ্ঠাতা) মো ছালিম আহমদ খান, কেন্দ্রীয় কমিটির (সাংগঠনিক সম্পাদক ) মানবতার ফেরিওয়ালা মো ইয়াহইয়া , কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি আজিজ রানা হারুন , সদস্য সোয়েব আহমদ সহ প্রমুখ ।
রাত ৭:০০ ঘটিকার সময় উনার নিজ বাসাতে উনাকে সম্মাননা করেছেন ইউনাইটেড ব্লাড এইড সেচ্ছাসেবীবৃন্দ ।
এ সময় তিনি সংগঠনের স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে বলেন , তোমরা যা কিছু করতেছ তা একটি মহৎ কাজ । তোমরা তো সবাই স্টুডেন্ট নিজের পড়ালেখা কে আগে প্রাধান্য দিয়ে তোমরা কাজ করো ।
তোমাদের যেন লেখাপড়ার কোন ক্ষতি না হয় এই দিকে লক্ষ্য রাখবে ।
এবং পড়ালেখা করে অনেক বড় হয়ে তোমরা সর্বত্র মানুষের পাশে থাকবে ।