মোঃএমদাদুল হক, সিনিয়র রিপোর্টার, জামালপুর।
জামালপুরের ইসলামপুরে স্বাস্থ্যসেবায় নতুন সংযোজন ৫ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ৩তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছেন। আর বিএনপি সরকার তৎকালীন সময়ে ক্ষমতায় এসেই সেই কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়ে মানুষকে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত করে রেখেছিলো । স্বাস্থ্য সেবাসহ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সকারের বিকল্প নেই।
ইসলামপুর স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুলের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক মাজহারুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু.তানভীর হাসান রোমান,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাজাহান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুস সালাম, মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা পারভীন লিপি ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোহন মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।