স্টাফ রিপোর্টার:
ঈশ্বরদীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো যায়যায়দিনের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী। পাবনার ঈশ্বরদীতে বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিনের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল ৬ জুন সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন উদযাপন করা হয়, আলোচনা ও কেক কেটে দিনটি পালন করা হয়। দৈনিক যায়যায়দিনের ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি খালেদ মাহমুদ সুজনের সভাপতিত্বে এবং সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভা মেয়র ইছাহক আলী মালিথা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ওসি অরবিন্দ সরকার, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহম্মেদ কিরন, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি খোন্দকার মাহবুবুল হক দুদু, ঈশ্বরদী মহিলা কলেজের উপাধাক্ষ্য ইসমাঈল হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, দৈনিক কালের কন্ঠ পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি শেখ মেহেদী হাসান, সাপ্তাহিক প্রথম সকাল পত্রিকার সম্পাদক মহিদুল ইসলাম, দৈনিক বীর বাংলা পত্রিকার সম্পাদক ওহীদুজ্জামান টিপু, সাপ্তাহিক জনদৃষ্টি সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাপ্তাহিক আমাদের ঈশ্বরদী পত্রিকার সম্পাদক দেব দুলাল রায়, প্রভাষক রাশেদুল আওয়াল রিজভী, দৈনিক স্বতঃকন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মেহেদী হাসান মিশন, দৈনিক কালবেলা পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি গোপাল অধিকারী , ঢাকার টাইম ডট কম এর স্টাফ রিপোর্টার ও আন্তজার্তিক মানবাধিকার কল্যান সংস্থা সাংগঠনিক সচিব কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং পাবনা জেলা কমিটির সভাপতি মোঃ মেহেদী হাসানসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।