স্টাফ রিপোর্টার: মোঃ মুশফিকুর রহমানঃ
ঈশ্বরদীতে জমি জমা নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষই পল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে ঈশ্বরদী থানায়।
রবিবার দুপুর আনুমানিক পৌঁনে ৩ ঘটিকার দিকে উপজেলার সাড়া গোপালপুর মহান্নবীপাড়া গ্রামে জমিজমা দখলকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধার পরিবারসহ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছে।
আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, উপজেলার সাঁড়া গোপালপুর এলাকার পিতা-মৃত আজিজুল প্রাং এর ছেলে মোঃ রিয়াজুল ইসলাম (৪৫) ও তার ভাই মোঃ ইনামুল হোসেন (৫৫) এবং মৃত বীর মুক্তিযোদ্ধা কুরবান আলী প্রাং এর ছেলে মোঃ রাজন আলী প্রামানিক (২৬), ও তার ভাই সুজন এবং ভাবী লাইলী বেগম (৩৫)।
স্থানীয় সূত্রে জানাযায়, দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল দুই পরিবারের মধ্যে। তারই জেরে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।
আহতের পরিবারের সাথে কথা বললে তারা একে অন্যকে দোষারোপ করে এবং জমি তাদের নিজেদের বলে দাবী করেন বলে জানান।