স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৯৫০ পিচ ইয়াবা টেবলেটসহ মোঃ জামিরুল ইসলাম (৪১) নামে এক মাদক কারবারীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’সার্কেল।
(বুধবার) রাত আনুমানিক তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদী শাখা উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন গোলচত্তর মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারী জামিরুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত গ্রামের রব্বান মালিথার ছেলে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদী শাখার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার রাত তিনটার দিকে মাদক কারবারী জামিরুল ইসলাম পুরাতন লুঙ্গিতে পেঁচিয়ে ৯৫০ পিচ ইয়াবা টেবলেট হাতে নিয়ে ঢাকায় যাচ্ছিল। রূপপুর মোড়ে অস্থায়ী তল্লাশি চৌকি বসিয়ে বাস থেকে তাকে আটক করা হয়। এই সময় তার নিকট থেকে ৯৫০ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। তাকে মাদক দ্রব্য আইনে পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।