সোমবার , ২২ মে ২০২৩ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অভিযান
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আগুন দুর্ঘটনা
  7. আটক
  8. আত্মহত্যা
  9. আন্তর্জাতিক
  10. আরো
  11. আলোচনা সভা
  12. ইসলামিক
  13. উদ্ধার
  14. কবিতা
  15. কমিটি গঠন

ঈশ্বরদীতে তেল চুরির ঘটনায় সাময়িক বরখাস্ত দুই ট্রেন চালক

প্রতিবেদক
ঢাকার টাইম
মে ২২, ২০২৩ ১২:০৯ পূর্বাহ্ণ

নিজস্ব সংবাদদাতা:
পাবনার ঈশ্বরদীতে রেলওয়ের ইঞ্জিন থেকে তেল চুরির ঘটনায় দুই ট্রেন চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় দুই তেল চোর আটক হয়েছে। শনিবার (২০ মে) রাত সাড়ে ১২ টার দিকে খুলনা-ঈশ্বরদী রেলরুটের ঈশ্বরদী পাতিবিল তিনকোণা পুকুর এলাকায় রেলওয়ে ইঞ্জিন (নাম্বার-৬৫৩২) ইঞ্জিন থেকে তেল পাচার করার সময় ৫০ লিটার তেল আটক করে ঈশ্বরদী রেলওয়ে গোয়েন্দা নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আটককৃত আসামিরা হলো, পাবনার ঈশ্বরদী পৌর এলাকার উমিরপুর গ্রামের মৃত আক্তার আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৫) ছামিউল আলমের ছেলে আলিফ মিয়া (১৮) জানা যায়, শনিবার (২০ মে) রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় চুয়াডাঙ্গার দর্শনা থেকে ঈশ্বরদী অভিমুখে লোকোমোটিভ ইঞ্জিনটি আসছিল। রেলওয়ে ইঞ্জিনটি ঈশ্বরদীর তিনকোণা পুকুর এলাকায় পৌছে রেলওয়ে ইঞ্জিন ৬৫৩২ থামিয়ে ইঞ্জিন থেকে তেল পাচার করার সময় হাতেনাতে ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনী (গোয়েন্দা) সদস্যরা আটক করে। এসময় তাদের কাছ থেকে সাদা চটের বস্তার ভেতর ৫০ লিটার তেল জব্দ করে। পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মণ্ডল জানান,এ ঘটনায় ইঞ্জিনের চালক ও সহকারী চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  এ ঘটনায় পাকশী বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (ফুয়েল) গোলাম মুস্তফাকে আহ্বায়ক করে তিন সদস্য কমিটি গঠন করা হয়েছে। ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব জানান, ‘তেল চুরির ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানায় মামলা নথিভুক্ত হয়েছে। রোববার (২১ মে) দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে। 
পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ জানান, ‘দুই চালকের সাময়িক বরখাস্ত আদেশ কার্যকর করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।  তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - সারা দেশ

%d bloggers like this:

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট