নিজস্ব প্রতিবেদক:
পাবনার ঈশ্বরদীতে রেলের তেল চুরির সাথে জড়িত নয় দাবী করে সংবাদ সম্মেলন করেছে অভিযুক্ত লোকোমাষ্টার তারিক আজিজ ও সহকারী লোকোমাষ্টার শাহীন রেজা আরিফ। আজ (সোমবার) দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন লোকোমাষ্টার তারিক আজিজ। এ সময় তার সহকর্মীরা তার পাশে ছিলেন। তারিক আজিজ তার বক্তব্যে বলেন, ঘটনার দিন অর্থাৎ ২০ মে আমি ও আমার সহকারী ৬৫৩২ নং লোকোমটিভ চালিয়ে ঈশ্বরদী রেলওয়ে জংসন ষ্টেশনে প্রবেশের সময় সিগনাল লাল থাকায় আউটারে দাঁড়ায়। পরে সিগনাল ক্লিয়ার হলে রাত ১২.২৫ মিনিটে ঈশ্বরদী জংসন ষ্টেশনে প্রবেশ করে রাত ২.৫০ মিনিটে লোকোমাষ্টার আক্তারুজ্জামান ও তার সহকারী নিকট লোকোমটিভের চার্জ বুঝিয়ে দিয়ে বাড়ী চলে যায়। সকালে জানতে পারি ঈশ্বরদী উমিরপুর এলাকায় রেলের তেল চুরির অভিযোগে ২ চোর আটক হয়েছে এবং তেল উদ্ধার হয়েছে। সে ঘটনায় জড়িত থাকার সন্দেহজনক ভাবে আমাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এটা অত্যান্ত দুঃখজনক। এ ঘটনার সাথে আমরা জড়িত নয়। তদন্তের পর প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। উল্লেখ্য, গত ২০ মে রাতে রেলের তেল চুরির সময় প্রায় ৫০ লিটার তেলসহ আমিনুল ও আরিফ নামে ২ চোরকে হাতেনাতে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখা। সে সময় লোকোমটিভ নিয়ে দর্শনা থেকে ঈশ্বরদী প্রবেশ করতেছিলেন অভিযুক্ত এলএম ও এএলএম। সে ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।