স্টাফ রিপোর্টার:
পাবনার ঈশ্বরদীতে পুকুরে সাতাঁর শিখতে গিয়ে সাজিম হোসেন নামে এক যুবকের মৃত্যু। সোমবার (১ মে) দুপুরে উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারী এলাকায় পুকুরে সাতাঁর শিখতে গিয়ে তার মৃত্যু হয়। সাজিম হোসেন উপজেলার মানিকনগর ইসরাইল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায় নিহত যুবক সাজিম হোসেন উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারী পুকুরে সাতাঁর শিখতে গিয়ে অসাবধানতায় তলিয়ে যায়। পড়ে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কাবেরী সাহা মৃত্যু ঘোষণা করেন।