নিজস্ব প্রতিবেদক;
পাবনার ঈশ্বরদীতে ৪৭ নেতাকর্মীর মুক্তির দাবিতে ঈশ্বরদী শহরে বিক্ষোভ মিছিল ও পথ সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। শনিবার (১৫ ইং) জুলাই বিকেলে ঈশ্বরদী খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে ঈশ্বরদী শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের সামনে গিয়ে সমাবেশ শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল। তার আগে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় বাসটার্মিনালে গিয়ে জড়ো হয়। পরে একটি বিশাল মিছিল শহর প্রদক্ষিণ করে। উল্লেখ্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীসহ ১৯৯৪ সালে বিএনপি সরকারের আমলে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দ্যোশে তাকে বহনকারী ট্রেনে গুলি করা মামলার পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাকারিয়া পিন্টু ও সাবেক তিনবারের নির্বাচিত মেয়র মোখলেছুর রহমান বাবলুসহ ৪৭ নেতাকর্মীর মুক্তি দাবীতে মিছিলটি অনুষ্ঠিত হয়।