স্টাফ রিপোর্টার।।
পাবনার ঈশ্বরদীতে বিশ্ব হিমোফিলিয়া দিবস ২০২৩ উপলক্ষে বাংলাদেশ হিমোফিলিয়া সোসাইটি রাজশাহী বিভাগীয় শাখার সমন্বয়কের উদ্যোগে (১৭ এপ্রিল) সোমবার দুপুরে ঈশ্বরদী বাজারের ১নং গেটের সামনে জনসচেতনতা মুলক পথসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা ঈশ্বরদী সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন পাবনা এরিয়া শাখার কো-অর্ডিনেটর মোঃ সালাউদ্দীন আহমেদ, জাতীয় সাংবাদিক সংস্থা ঈশ্বরদী সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম নিক্কন, জাতীয় সাংবাদিক সংস্থা ঈশ্বরদী সাংগঠনিক জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান রিপন, বাংলাদেশ হিমোফিলিয়া সোসাইটি রাজশাহী শাখার সমন্বয়ক মোঃ মেহেদী হাসান, তৃণমুল বাণীর সহ-সম্পাদক আক্তার হোসেনসহ রোগী ও তার পরিবারের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।