স্টাফ রিপোর্টার।।
পাবনার ঈশ্বরদীতে ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাহবুব আহম্মেদ খান স্মৃতি মঞ্চ ভেঙে পাবলিক টয়লেট নির্মাণ করছে বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চল।
এই খবর ছড়িয়ে গেলে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা আবেগের মঞ্চের জায়গায় নির্মিত পাবলিক টয়লেটের কাজ বন্ধ করে দেন।
রবিবার (২ এপ্রিল) সকালে ঈশ্বরদী শহরের প্রাণকেন্দ্র ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাহবুব আহম্মেদ খান স্মৃতি মঞ্চের স্থলে রেলওয়ের নির্মাণাধীন আধুনিক পাবলিক টয়লেটের নির্মাণ কাজ বন্ধে নেতৃত্ব দেন জাতীয় সাংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপির সুযোগ্য পুত্র
যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।
এ সময় আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মোঃ সম্রাট, যুবলীগ নেতা মোঃ রকি, যুবলীগ নেতা মোঃ সেলিম শেখ, যুবলীগ নেতা মোঃ খোকন, যুবলীগ কর্মী মোঃ শাকিল, মোঃ তুষার, বাপ্পি, রাজীব, শ্রী অপু, মোঃ মিন্টু, নাসির, যুবলীগ নেতা মোঃ ছাত্তার, মোঃ নাজমুল, আনিস, জুয়েল, ফরিদুল, মোঃ রনি, ঈশ্বরদী পৌর যুবলীগের নেতা সাজিদ মোর্শেদ খান রুশোসহ আরোও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত জনতা বলেন, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠকের নামে গড়া স্মৃতি মঞ্চের জায়গায় রেলওয়ে কর্তৃপক্ষ কিভাবে পাবলিক টয়লেট নির্মান করেন..? এ মঞ্চে ঈশ্বরদী মানুষের ঐতিহ্য, আবেগ, স্মৃতি ও বহু অনুভূতি জড়িয়ে আছে। ষাট এর দশকে গড়ে ওঠা এ মঞ্চটি ঈশ্বরদীর ঐতিহ্যের প্রতীক।
এ সময় তারা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে ভাষা সৈনিক মাহবুব আহম্মেদ খাঁন নামে একটি আধুনিক স্মৃতি মঞ্চ পুণঃনির্মাণের দাবি জানায়।
উল্লেখ্য, মাহবুব আহম্মেদ খাঁন ছিলেন একজন ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক।
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ভাষার মাসেই গুড়িয়ে দেয়া হয় ভাষা সৈনিকের নামে প্রতিষ্ঠিত ঈশ্বরদীর ঐতিহ্যবাহী ‘মাহবুব আহমেদ খাঁন স্মৃতি মঞ্চটি’। গত ফেব্রুয়ারী মাসে ঈশ্বরদী শহরের প্রাণকেন্দ্র রেলওয়ে বুকিং অফিসের পাশে অবস্থিত এ ঐতিহ্যবাহী ভাষা সৈনিকের মঞ্চ গুড়িয়ে দেন রেলওয়ে কর্তৃপক্ষ।
ভাষা সৈনিকের নামে মঞ্চ গুড়িয়ে দেয়াকে কেন্দ্র করে ঈশ্বরদী শহরের সকল শ্রেণীর মানুষ ক্ষোভে ফুসে ওঠেন। স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, সচেতন মহল মানববন্ধন করে একটি আধুনিক ভাষা সৈনিক মাহবুব আহমেদ খাঁন স্মৃতি মঞ্চের দাবি জানান তারা।
সে সময় মূল বাজারের সামনেই গড়ে ওঠা বেশ কিছু দোকান উচ্ছেদ করা হয়। অভিযানের সময় ঈশ্বরদীর ঐতিহ্যবাহী ‘মাহবুব আহমেদ খাঁন স্মৃতি মঞ্চ টিও ভাঙা পড়ে।
ঈশ্বরদীবাসীর আবেগ, অনুভূতি, পুরনো অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মঞ্চটিকে ঘিরে। ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ এবং তৎপরবর্তীকালে সকল আন্দোলন-সংগ্রামের ডাক দেওয়া হয়েছে এই মঞ্চ থেকে। যেকোনো রাজনৈতিক সভা, সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এই মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তারা।