স্টাফ রিপোর্টার: মোঃ মুশফিকুর রহমানঃ
ঈশ্বরদীতে নেশা জাতীয় মাদকদ্রব্য ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ দুজনকে গ্রেপ্তার করেছেন পাবনা গোয়েন্দা পুলিশ আজ শনিবার (২২ অক্টোবর ২:৪৫ মিনিটের সময় পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ মসজিদের পশ্চিম পাশে আলহাজ্ব হাফিজুর রহমান নান্নু বিশ্বাসের বাড়ির সামনের ভাড়াটি বাসা থেকে ইয়াবা ব্যবসায়ীদের আটক করা হয়।
আটকৃত আসামীরা হলেন, পাবনা জেলার চাটমোহর থানার ভাদড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন সবুজ (৪৩) ও কক্সবাজার উখিয়া থানার ১১নং রোহিঙ্গা ক্যাম্প ওয়ার্ড নং সি/১৫ এর বাসিন্দা মৃত নূর-চাঁদ এর ছেলে নূর হাকিম (২২) । পাবনা জেলা গোয়েন্দা ডিবি পুলিশ জানান, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) জিন্নাত সরকার এর নেতৃত্বে এসআই (নিঃ) সাগর কুমার সাহা, এসআই (নিঃ) মোঃ মিনারুল ইসলাম, এএসআই (নিঃ)
এএসআই আমিনূর রহমান, এএসআই (নিঃ) মোঃ ইকবাল কবিরসহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় পাবনা জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল উল্লেখিত স্থান থেকে তাদেরকে আটক করেন।
এ সময় তাদের কাছে থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটকৃত আসামীদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ।