নিজস্ব প্রতিবেদক;
পাবনার ঈশ্বরদী থেকে ২০ ক্যান অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য দেশীয় বিয়ারসহ ০১ জনকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-২, পাবনা। বৃহস্পতিবার (২২ জুন) গোপন সংবাদের ভিত্তিতে মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ এর নির্দেশনায় কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি আভিযানিক দল পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন নতুনহাট মোড় হইতে আলহাজ্ব মোড়গামী মেসার্স সাহাবুল ভ্যারাইটিজ ষ্টোরের পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২০ ক্যান অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য দেশীয় বিয়ার, ০১টি মোবাইল, ০১টি সিমকার্ড এবং নগদ ৯২০/- টাকাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন ভূইডোবা গ্রামের ইউনুছ আলীর ছেলে মোঃ রাব্বি হোসেন (৩৩)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে ঈশ্বরদী থানার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিয়ার বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাকে পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।