স্টাফ রিপোর্টারঃ
ঈশ্বরদীতে শ্যালোর ইঞ্জিন চালিত ইট বোঝায় স্টেয়ারিং গাড়ির চাপায় ইঞ্জিন চালিত ভ্যানের যাত্রী গোলাম হোসেন (৪৫) নিহত হয়েছেন। এই দূর্ঘটনায় ভ্যানে থাকা অপর ৫ যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে। (বৃহস্পতিবার) সকালে ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া হাট সংলগ্ন সড়কেক এই দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম হোসেন বাঘা থানার বাউসা ইউনিয়নের আড়পাড়া গ্রামের মৃত গফুর মন্ডলের ছেলে। আর আহতরা হলেন, নিশান, পলান, অরণী, মুজাম ও ব্রজেন। তাদের প্রত্যেকের বাড়ি বাঘা থানার বাউসা ইউনিয়নের আড়পাড়ায়।ভ্যানে থাকা যাত্রী মৃদু আঘাতপ্রাপ্ত জয়দেব জানান, তারা প্রতিদিন সকালে বাঘা এলাকা থেকে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষকের ক্ষেতে শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মত সকালে ইঞ্জিন চালিত একটি ভ্যান যোগে তারা লক্ষ্মীকুন্ডায় যাওয়ার পথে পাকুড়িয়া হাট সংলগ্ন রাস্তায় শ্যালোর ইঞ্জিন চালিত ইটবোঝায় স্টেয়ারিং গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গোলাম হোসেন মারা যান। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঈশ্বরদী থানা পুলিশের এসআই জুলহাস উদ্দিন জানান, নিহত গোলাম হোসেনের পরিবারের কোন দাবী না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। স্টেয়ারিং গাড়ির চালক পলাতক ।