স্টাফ রিপোর্টার;
মোঃ মেহেদী হাসান।।
পাবনার ঈশ্বরদীতে ৮ টি জেলার হরিজন সম্প্রদায়ের ছেলেদের নিয়ে সম্পুর্ন ব্যতিক্রমী ফুটবল টুর্ণামেন্ট অনুষ্টিত হয়েছে। শুক্রবার (২৬ মে) সকাল ৮ টার সময় ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট ফুটবল মাঠে এই খেলা অনুষ্টিত হয়। ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্নকর্মীদের উদ্যোগে খেলাটি অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির সভাপতি বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ঈশ্বরদী শাখার সভাপতি শ্রী রাজু কুমার বাঁশফোড় জানান, বাংলাদেশের পিছিয়ে পড়া হরিজন সম্প্রদায়ের ছেলেদের সামনের দিকে এগিয়ে নিতে গত ২০২২ সাল থেকে ঈশ্বরদীতে ভিন্নধর্মীর এই ফুটবল খেলার আয়োজন শুরু করা হয়। এবার ঈশ্বরদীর স্বর্গীয় (প্রয়াত) শিবলাল বাঁশফোড়, রাজারাম বাঁশফোড় এবং যমুনা বাঁশফোড় স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে-২৩ নামে খেলাটি অনুষ্টিত করা হয়। এই খেলায় দেশের সৈয়দপুর, দিনাজপুর, গাইবান্দার, গোবিন্দগঞ্জ, পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়া, দর্শণা ও ঝিনাইদহ মোট ৮ টি জেলার হরিজন সম্প্রদায়ের ফুটবল প্রেমি ছেলেদের খেলোয়ার বানানোর লক্ষ্যে এই খেলার আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, খেলায় ৮ জেলার ৮ টি দল অংশগ্রহন করেন। শুক্রবার সকাল ৮ টা থেকে খেলা শুরু হয়। প্রতিটি ম্যাচের নির্ধারিত সময় ছিলো ৪০ মিনিট করে। একই দিনে প্রথম রাউন্ড, সেমি ফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় গাইবান্দার গোবিন্দগঞ্জ হরিজন সম্প্রদায় ১-০ গোলে কুষ্টিয়া হরিজন সম্প্রদায়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ঈশ্বরদীতে ৮ টি জেলার হরিজন সম্প্রদায়ের ব্যতিক্রমী ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরআই পরিচালক (টিওটি) ড. মোছাঃ ইসমাৎ আরা, বাংলাদেশ বাঁশফোড় (হরিজন) কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির জ্যেষ্টের সহ-সভাপতি বাবু পান্না লাল বাঁশফোড়, বিএসআরআই কর্মচারী মোঃ নজরুল ইসলাম, মোঃ ইদ্রিস আলী, বাঁশফোড় কল্যাণ পরিষদের নেতা বাবু জিতেন বাঁশফোড়, রনজিত বাঁশফোড়, পিন্টু বাঁশফোড়, প্রতাব বাঁশফোড়, দিলীপ বাঁশফোড়, গোবিন্দ চৌধুরী, শংকর বাঁশফোড়, লিটন বাঁশফোড়, সাজু বাঁশফোড়, সুর্য বাঁশফোড়, রাজেশ বাঁশফোড়সহ এ সময় ঈশ্বরদী হরিজন সম্প্রদায়ের কয়েকশত নারী পুরুষ খেলাগুলো উপভোগ করেন।