স্টাফ রিপোর্টার।।
পাবনার ঈশ্বরদী পদ্মার চর থেকে আহত চকাই (হাঁস জাতিয় পাখি) ধরতে গিয়ে নদীতে ডুবে শরিফুল ইসলাম ধনাই (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়। (১ এপ্রিল) শনিবার দুপুর ১২ টার দিকে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের সাঁড়া মাঝদিয়া ইসলাম পাড়া ঘাটে পদ্মা নদীর চরে এই ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম ধনাই কুষ্টিয়া ভেড়ামারার বাহিরচর এলাকার হবিবুর রহমান হবি মেম্বারের ছেলে। তিনি সাঁড়া ঘাটের বালু মহালে কাজ করতেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক। প্রত্যক্ষদর্শী নুর আলাম ও নুরুল ইসলাম ব্যাপারি জানান, ঘটনার সময় অনেকগুলো পাখির একটি ঝাঁক চরে বসে। সবগুলো উড়েগেলেও একটি পাখি উড়তে না পেরে লাফালাফি করতে ছিলো। তখন ধনাই পাখিটি ধরার জন্য গামছা পড়ে পদ্মানদী সাঁতরে চরে উদ্দেশ্যে যায়। এই সময় নদীর পানির পাকে পড়ে ধনাই পানিতে তলিয়ে যায়। স্থানীয় ডুবুরি এনামুল হক জানান, আমাকে ১১টার দিকে আমাদের এলাকার এক বড় ভাই ফোন দিয়ে বলে আমাদের এখানে একজন ছেলে কাজ করতো পাখি ধরতে গিয়ে ডুবে গিয়েছে। আমি তরীঘড়ি করে ১০ মিনিটের ভিতরে ঘটনাস্থলে পৌঁছায়। পর ৩০ মিনিট খোঁজাখুঁজির পর। ১৫ হাত পানির নিচে থেকে তাকে উপর হওয়া অবস্থায় খুঁজে পায় পরে ওখান থেকে উদ্ধার করে তাকে তীরে নিয়ে আসি। লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ডুবুরি সহযোগিতায় মরদেহ পানি থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।