স্টাফ রিপোর্টার: মোঃ মুশফিকুর রহমানঃ
শনিবার (২৯ অক্টোবর) বিকেলে ঈশ্বরদী সাঁড়া ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়।বর্ধিত সভা ও কর্মী সংগ্রহ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।
সাঁডা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে সাঁড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সজিব, শরিফুল ইসলাম শরীফ, আহসান হাবীব জিতু প্রমুখ।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাঁড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জমশেদ আলী সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজেদুল সাধু।
সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, হামিদ মালিথা, সাঁড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান স্বজন সরদার সহ আরও অনেকে এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন।