ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি:মোঃ মুশফিকুর রহমান
ঈশ্বরদী প্রেসক্লাবের অচলাবস্থার অবসানে নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। মোস্তাক আহমেদ কিরন কে সভাপতি এবং মো. আব্দুল বাতেন কে সাধারণ সম্পাদক মনোনীত করে এই কমিটি গঠন করে ঘোষনা করা হয়েছে।
(১৫ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে পাবনা ৪ আসনের সাংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাসের সভাপতিত্বে দীর্ঘ ৭ বছর পর মূলতবি সাধারণ সভার মধ্যদিয়ে ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ ও সিনিয়র সাংবাদিক খায়রুজ্জাম কামাল, ঈশ্বরদী পৌরসভা মেয়র ইসহাক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা সাবেক ভাইস-চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া সহ প্রমুখ।
ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ- সভাপতি মো. কে এম আবুল বাশার, খোন্দকার মাহবুবুল হক দুদু, মো. আব্দুল মান্নান টিপু, সহ-সাধারণ সম্পাদক, মো. শফিউল আলম বিশ্বাস, মো, সেলিম সরদার, মো. মহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. মহসিন, সাংগঠনিক সম্পাদক, মো. আতাউর রহমান বাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিশুক প্রধান, দপ্তর সম্পাদক মো. আমিনুর ইসলাম রিংকু, প্রচার প্রকাশনা সম্পাদক, মো. টিপু সুলতান, সমাজ কল্যান সম্পাদক, মো. শেখ মেহেদী, সাহিত্য-সাংস্কৃতি সম্পাদক, মো. জাহাঙ্গীর হোসেন, ক্রীড়া সম্পাদক, মো. ওয়াহেদ আলী সিন্টু।
নির্বাহী সদস্যরা হলেন, স্বপন কুমার কুন্ডু, আ ত ম শহীদুজ্জামান নাসিম, এস এম রাজা, মো. হাশেম আলী, লাহেড়ী মিন্টু, মো. আলমাস আলী, মো. ওহিদুজ্জামান টিপু, মো. আহসান হাবিব।