স্টাফ রিপোর্টার।।
পাবনার ঈশ্বরদীতে ফুটবল একাডেমীর আয়োজনে রমজান লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলাটি সার্বিক তত্বাবধানে দায়িত্ব পালন করেন মোঃ আতিকুর রহমান তাঁরা। শুক্রবার (৭ এপ্রিল) বিকেল ৪টায় ঈশ্বরদীর ফতেমোহাম্মদপুর নিউকলোনীর মাদ্রাসা মাঠে রমজান লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠানে ঈশ্বরদী ফুটবল একাডেমীর সাধারণ সম্পাদক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সিরাজুল ইসলাম মামুন সরকারের সভাপতিত্বে এই খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পি.এম ইমরুল কায়েস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টি. এম রাহসিন কবির, ঈশ্বরদীর আর এন বি অফিসার ইনচার্জ ফিরোজ আহমেদ, ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির সহকারী উপ- পরিদর্শক এস আই সোহেল রানা, ঈশ্বরদী পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল রহমান, ঈশ্বরদী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শাহিন আহমেদসহ আরো অনেকে সময় উপস্থিত ছিলেন। ফাইনাল খেলাটি পরিচালনা করেন মোঃ তারেক বিশ্বাস ও ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আইনুল ইসলাম। ফাইনাল খেলায় সবুজ দল টাইব্রেকারে ৩-২ গোলে কালো দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।