স্টাফ রিপোর্টারঃ মোঃ মেহেদী হাসান
আগামি ৫ অক্টোবর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট রুপপুর পরমাণু প্রকল্পের কাঁচা মাল ইউরিনিয়াম হস্তান্তর অনুষ্ঠানকে সামনে রেখে ঈশ্বরদীতে আনন্দ সমাবেশ ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
(৩ অক্টোবর)মঙ্গলবার দুপুরে সাবেক ঈশ্বরদী পৌর মেয়র ও ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুর নেতৃত্বে রুপপুর পরমাণু উৎপাদন প্রকল্প মোড়ে এক আনন্দঘন সমাবেশের আয়োজন করা হয়। এতে পাকশী ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টুর সভাপতিত্বে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, ইউপি চেয়ারম্যান বকুল সরদার,জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক কপি বারী,যুবলীগ নেতা মাসুদ রানা,আনোয়ার হোসেনসহ প্রমুখ।সমাবেশে মিন্টু বলেন,প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রুপান্তর করেছেন,বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষে এবং ষড়যন্ত্রকারীদের এদেশকে পাকিস্তান বানানোর স্বপ্নকে ধ্বংস করে দিয়ে রুপপুর পরমাণু প্রকল্পের কাজ শুরু করেন। সেই প্রকল্প আজ বাস্তবে রুপ নিয়েছে।ঈশ্বরদী রুপপুরের আলোয় আলোকিত হবে দেশ,বিদ্যুৎতের সমস্যায় দেশের মানুষকে ভুগতে হবেনা।পরে উপস্থিত নেতাকর্মীদের মিষ্টি করানোর পর প্রকল্প এলাকায় বর্ণাঢ্য আনন্দ হোন্ডা শোভাযাত্রা বের করা হয়।এর আগে ঈশ্বরদী আওয়ামীলীগ অফিসে অনুষ্ঠিত পথসভার মাধ্যমে হোন্ডা শোভাযাত্রা উদ্বোধন করেন, সাবেক ঈশ্বরদী পৌর মেয়র ও ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু।আনন্দঘন হোন্ডা শোভাযাত্রা ঈশ্বরদী থেকে গ্রীণসীটি এলাকা হয়ে সাত কিলোমিটার দুরের প্রকল্প এলাকায় জড়ো হয়।
সাবেক ঈশ্বরদী পৌর মেয়র ও ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুর নেতৃত্বে প্রতিটি নেতাকর্মীরা মিস্টি মুখ করেন।