উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরে মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী বিধান সমাদ্দার (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ এপ্রিল) রাত্র সাড়ে দশ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শোলক ইউনিয়নের দত্তসার গ্রামের, নিজ বসোত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিধান
ওই গ্রামের মৃত্য অনন্ত সমাদ্দারের ছেলে।
তার বিরুদ্ধে ২ হাজার ২২ সালের ওয়ারেন্ট মামলা, রয়েছে, পুলিশ সূত্রে জানা গেছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল আহসান জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে ওয়ারেন্টসহ গাঁজা বিক্রির অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। তাকে আদালতে মঙ্গলবার সকালে পাঠানো হয়েছে।