উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরে
মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো.নান্টু বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ এপ্রিল) রাত্র ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নান্টু উপজেলার বড়াকোটা ইউনিয়নের সাকরাল গ্রামের নুরুল ইসলাম বেপারী ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে,
তার বিরুদ্ধে ২ হাজার ২১ সালে ওয়ারেন্ট মামলা ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে আদালত।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আহসান জানান, নান্টুর বিরুদ্ধে ২০১৫ সালে একটি মাদক মামলা হয়। ওই মামলায় তিনি পলাতক ছিল। তার অনুপস্থিতিতে ২০২১ আদালত ১০ বছরের সাজা দেন ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করে।
শনিবার রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশের একটি টিম তাকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করে।
রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।