মোঃহাবিবুর রহমান (হাবিব) উপজেলা প্রতিনিধি-ঃ
পীরগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে
কান্দি ইউনিয়নের আগুনে বাড়ি পুড়ে যাওয়ায় ঝরু মিয়াকে ও পীরগাছা ইউনিয়নে ছেলের বিরল রোগের অপারেশনের জন্য মমিনুল ইসলাম কে উপজেলা পরিষদের অপ্রত্যাশিত খাত হতে ১০ হাজার টাকার করে অনুদানের চেক প্রদান করেন,উপজেলা নির্বাহী অফির্সার জনাব মোঃসামসুল আরেফিন শুভ ও উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান উপজেলা জাতীয় পার্টির বিপ্লবী (সভাপতি)জনাব আবু নাসের শাহ মোঃমাহাবুবার রহমান (মাহাবুব)।