সোহেল রানা,কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুরে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দূর্গা পূজা উপলক্ষে উপজেলা আনসার ভিডিপির আয়োজনে যাচাই-বাছাইয়ের কার্যক্রম পরিচালনা করা হয়।আজ (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কার্যক্রম পরিচালনা করেন কুড়িগ্রাম সদর উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন,উলিপুর উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা সোলায়মান হোসেন,ভুরুঙ্গামারী উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মোঃ আনিছুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন,উলিপুর উপজেলা প্রশিক্ষক শরিফুল ইসলাম ও উপজেলা প্রশিক্ষকা জাহানুর বেগম। অত্র উপজেলায় কতটি পূজা মন্ডল এবং গুরুত্বপূর্ণ মন্ডব আছে কিনা জানতে চাইলে সোলায়মান হোসেন ঢাকার টাইম কে বলেন,উলিপুর উপজেলায় মোট পূজামন্ডব হল ১১২টি। প্রতিমা বিসর্জন পর্যন্ত পূজামন্ডবে তারা অবস্থান করবেন। তাছাড়া উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তৎপর ও আইনশৃঙ্খলা বাহিনী টিম অব্যাহত থাকবে। অন্য দিকে চিলমারীতে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে উপজেলা আনসার ভিডিপির আয়োজনে যাচাই-
বাছাইয়ের কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কার্যক্রম পরিচালনা করেন,ফুলবাড়ি উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা,মোঃ ফরহাদ আলম চৌধুরী,রাজারহাট উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা জেসমিন নাহার ও চিলমারী উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদা বেগম প্রমুখ।