মেহেদী হাসান, শেরপুর জেলা প্রতিনিধিঃ
প্রচারে বাংলাদেশ জাতীয় গণমাধ্যম ফাউন্ডেশন
গাজীপুরের ছেলে রতন সরকার। ছোট থেকে ইচ্ছে মিডিয়ায় কাজ করার। তবে তার জীবনের শুরুতেই কষ্টের পাহাড়। তার বয়স যখন 2মাস 15 দিন তখন থেকে সে এতিম হয়ে যায়।
তাকে ছোট থেকে মানুষ করে তার দাদা দাদি । তার বয়স যখন 5 বছর তখন সে ঢাকায় চলে আসে। তার পর থেকেই শুরু হয় তার কর্ম জীবন। আস্তে আস্তে সে তার জীবীকা এবং লেখাপড়া চালায়।
তবে ধীরে তার সংসার খরচ এবং নিজের খরচ বেড়ে যাওয়াতে হঠাৎ করে তার লেখাপড়া টা বন্ধ হয়ে। যায় তারপর এসএসসি পরীক্ষা দেওয়ার পর সে আর লেখাপড়া করতে পারেনা।
সেক্ষেত্রে তার স্বপ্নটা হঠাৎ ধমকে যায়। তবু সে হাল ছাড়েনি তার কাজের ফাঁকে সে আইপি টেলিভিশনের যোগদান করেন। এবং তার গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ রাকিব হোসেন তাকে নিউজ কাভার করা এবং নিউজ করা শিখিয়ে দেয়।
তারপর হঠাৎ একদিন তার নিউজ পাবলিশ হয়। তো সেক্ষেত্রে সেই নিউজটা দেখে দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার সম্পাদক মোঃ আবুল হাসান স্যার।
তখন তাকে দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকায় নিয়োগ প্রদান করা হয়। সেক্ষেত্রে তার যে স্বপ্নটা ছিল সেটা আবারও সত্যি হতে যায় সেভাবে আস্তে আস্তে সে সামনের দিকে আগায়।
তারপর জাতীয় অনুসন্ধান মূলক সাপ্তাহিক অগ্রযাত্রাতে জয়েন করে। তো এভাবে এখন সে ভালো ভালো পত্রিকায় কাজ করতেছে। সে সাধারণ মানুষের কাছে দোয়া প্রার্থী।
মানুষের ভালোবাসায় যেনো তিনি থাকতে চান। এ কথায় জানিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে। বর্তমানে তিনি সাংবাদিকদের কল্যাণের জন্য একটি সংগঠন চালু করেছেন যার নাম হলো বাংলাদেশ জাতীয় গণমাধ্যম ফাউন্ডেশন।
তিনি বর্তমানে এই সংগঠনের সভাপতি দায়িত্ব পালন করে যাচ্ছেন।