মীর ইমরান মাদারীপুর নিজস্ব প্রতিবেদকঃ
মাদারীপুরে শিবচরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে প্রভাতি কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মধ্যে রচনা লিখন, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা বিজয়ী হওয়ার মানসিকতা নিয়ে প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করে। উক্ত প্রতিযোগিতা উদ্বোধন করেন শিবচর উপজেলা ভাইস চেয়ারম্যান বি এম আতাউর রহমান আতাহার । প্রতিযোগিতা শেষে শিক্ষক-শিক্ষার্থীরা ৭ই মার্চের গুরুত্ব ও তাৎপর্যের উপর এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেয়।
অতঃপর শিক্ষার্থীদের প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।