মোঃ রবিউল বিশেষ প্রতিনিধিঃ
কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রাজাপালং ইউপিস্থ কতুপালং বাজার এলাকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ৫,০০০ পিস ইয়াবাসহ একজন’কে গ্রেফতার করেছে র্যাব-১৫
র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি সিএনজি যোগে মাদকদ্রব্য বহন করে উখিয়া থানাধীন রাজাপালং ইউপিস্থ কতুপালং বাজার থেকে কক্সবাজার শহরের দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল ১৮/১০/২০২২ তারিখ আনুমানিক ১৭.৩০ ঘটিকায় কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রাজাপালং ইউপিস্থ কতুপালং বাজার সংলগ্ন মেসার্স তন্ময় এন্টারপ্রাইজের সামনে কক্সবাজার-টেকনাফ পশ্চিম পার্শ্বস্থ মহাসড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে বর্ণিত সিএনজি চেকপোষ্টের সামনে আসলে র্যাব সদস্যরা থামার সংকেত দিলে সিএনজিসহ চালক বুঝিতে পায়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ১। আবু সাইদ @ মোঃ রিশাদ (২৪), পিতা-শাহাব উদ্দিন, সাং-পুক পুকুরিয়া, ইউপি-ফাখিয়াখালী, ওয়ার্ড নং-০৩, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করা হয় এবং ২। আনোয়ার (৩৫), পিতা-নুরুল হক @ বাইট্টা নুরুল হক, সাং-শিয়ালিয়াপাড়া, বালুখালী, ০২নং ওয়ার্ড, ইউপি-পালংখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার পালিয়ে যায়। ঐ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হাতে থাকা ০১টি হলুদ শপিং ব্যাগের ভেতর হতে সর্বমোট ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, ধৃত ব্যক্তি ও পলাতক আসামীসহ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট টেকনাফ হতে সংগ্রহ করিয়া টেকনাফ-কক্সবাজার এর বিভিন্ন জায়গায় বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ হেফাজতে রেখেছিল।
উদ্ধারকৃত মালামাসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।