মোঃ রবিউল বিশেষ প্রতিনিধি ঃ
কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং মহেশখালীপাড়া এলাকা থেকে ৬,০০০ পিস ইয়াবাসহ একজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৫
র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয় যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ মহেশখালীপাড়া মকবুলের বাড়ীর সম্মুখে মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর , সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল ১৩/১০/২০২২ খ্রিঃ তারিখ অনুঃ ১৪.০০ ঘটিকায় বর্ণিত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি পালানোর চেষ্টা করলে মোঃ আব্দুল্লাহ(২৩), পিতা- মকবুল আহাম্মদ, মাতা- মনোয়ারা বেগম, সাং- পশ্চিম মহেশখালীপাড়া, (ওয়ার্ড নং-০৯), ইউপি- হোয়াইক্যং, থানা টেকনাফ, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ ও আশপাশ এলাকা তল্লাশী করে তার ঘরের ভেতর চিরাইকৃত কাঠেরস্তুপের নিচে শপিং ব্যাগের ভেতর হতে সর্বমোট=৬,০০০ (ছয় হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সমূহ টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করেছিল ।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।