বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের কচুয়া উপজেলায় শতভাগ উপস্থিতি,ঝড়ে পড়া রোধ এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে কচুয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত কাল (মঙ্গলবার) সকালে কচুয়া উপজেলার মাদারতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মাদারতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তৃতা করেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।
এদিন মা সমাবেশে শতভাগ উপস্থিতি, ঝড়ে পড়া রোধ এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা ও সাধারন শিক্ষার্থীর অবিভাবকদের মাঝে সচেতনতা বিষয়ক আলোচনা প্রদান করা হয়।
উক্ত আলোচনায় মা অভিভাবক ও শিক্ষকদের নিয়ে স্কুলের সমস্যার কথা জানতে চান একপর্যায়ে শিক্ষক,ম্যানেজিং কমিটি ও অবিভাবকদের সমন্বয়ে স্কুলে পানি ও খুটিনাটি সমস্যা কথা তুলে ধরলে এতে তাৎক্ষনিক উপজেলা চেয়ারম্যান খাবার পানির টেংকি প্রদান সহ বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।
এদিন কচুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ ঔষুধী গাছের চাড়া রোপন ও সাধারন শিক্ষাথীদের মাঝে চকলেট বিতারন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া প্রাথমিক শিক্ষা অফিসার মোসাঃ শামসুন্নাহার,সহকারি শিক্ষা অফিসার মোঃ শাহিন হোসেন,কচুয়া মডেল সঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদাস সাহা,মাদারতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,সাংবাদিক সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ।