জায়েদ আহমেদ, মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ বাজারে নির্ভর যোগ্য কাপড়ের দোকান ‘আরাকা’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভানুগাছ বাজারের হাজী আফরোজ উদ্দিন মার্কেটে (সোনালী ব্যাংক এর নিচ তলায়) নতুন এ কাপড়ের দোকানের উদ্বোধন করা হয়। ভানুগাছ বাজার চৌমুহনী জামে মসজিদের খতিব মোঃ আব্দুস সালামের দোয়া পরিচালনার মাধ্যমে ও বিভিন্ন কাপড় ডিসপ্লে এর মাধ্যমে দোকানটির শুভ উদ্বোধন করেন ‘আরাকা ক্লথিং স্টোর’ এর উদ্যোক্তারা।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন,ভানুগাছ বাজার বনিক সমিতির সহ-সভাপতি কাজী মামুনুর রশীদ, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম রুহেল,সোনালী ব্যাংক শ্রীমঙ্গল ভৈরব বাজার শাখার ম্যানেজার আব্দুল কাইয়ুম মাসুম, উজিরপুর আবু বক্কর জামে মসজিদের ঈমাম বাবরুল ইসলাম বাবলু, সাংবাদিক শাহীন আহমেদ, দৈনিক বাংলা পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি সালাহউদ্দিন শুভ,ব্যবসায়ী আব্দুল করিম,ব্যবসায়ী নাজমুল হাসান মিঠু,সাইফুর রহমান, জুয়েল গিফট এর সত্ত্বাধিকারী জুয়েল আহমেদ সহ ভানুগাছ বাজারের ব্যবসায়ীবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন,আরাকা ক্লথিং স্টোর এর উদ্যোক্তা-ফরিদ শিহাব,কাওছার আহমেদ,রুহেল আহমেদ,আব্দুল মোহাইমিন মুহিত,জাকির হোসেন মুন্না,পলাশ হাসান,মো. মুজিবুর রহমান,আজিজুল হক রিমন,আব্দুল হাদী,মেহেদী হাসান ফাহিম।
এবং উদ্বোধনী দোকান আরাকা এর উদ্যােক্তারা বলেন মানসম্মত কাপড় সরবরাহ এবং সূলভ মূল্যে বিক্রি করা তাদের মূল লক্ষ ও উদ্দেশ্য।