শাহাব উদ্দিন আহমেদ শিহাব (মৌলভীবাজার) কমলগঞ্জ প্রতিনিধি ঃ
কমলগঞ্জ উপজেলার নছরতপুর গ্রামের পূর্ব শত্রুতার জেরে সৈয়দ শামসুদ্দিনের বাড়িতে দেশীয় অস্ত্রসহস্্র নিয়ে রাতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।অভিযোগে জানাযায়, উপজেলার নছরতপুর গ্রামের সৈয়দ শামনুদ্দিনের বাড়ীতে একই গ্রামের আলিক মিয়া,রশিদ মিয়া,মালিক মিয়া,কাসেম মিয়া,আজির মিয়া,হাসান মিয়া ,শরিফ মিয়া ,আবুল মিয়া ও আশিক মিয়া গংরা সংঘবদ্ধ ভাবে ৬ নভেম্বর রাত ৯টায় দেশী অন্ত্র দা ,লাটি নিয়ে অতকিত ভাবে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাঠ করে। তাদের হামলার কারনে বাড়িতে থাকা মহিলারা দেখতে পেয়ে ভয়ে আতংকে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় স্থানীয়রা জানান।সৈয়দ জমশেদ আলী জানান বাড়ির পুরুষরা সন্ধ্যায় বাজারে চলে যায়। পুরুষ শূণ্য বাড়ীতে রাতের আঁধারে হামলা ভাংচুর ও লুট করে। এই ঘটনার কারনে এখন আমাদের পরিবারের সবাই আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।